ঝগড়ার অপর নাম সংসার | ঈদ ইত্যাদি ২০২৩

দুইজন মানুষ যেমন আলাদা, তেমনি তাদের চাওয়া-পাওয়াও আলাদা। চাহিদা অনুযায়ী স্বামী স্ত্রীর কাছ থেকে কিংবা স্ত্রী স্বামীর কাছ থেকে তার কাঙ্খিত জিনিসটি যখন না পান তখনই শুরু হয় দ্বন্দ্ব। বিশেষ করে ঈদ এলে প্রায় প্রতি ঘরে ঘরেই এই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। ঈদের কেনাকাটা নিয়ে বাঁকা কথার চমকে স্বামী-স্ত্রী’র ঝগড়া তখন গমকে গমকে উচ্চমাত্রায় যাত্রা শুরু করে। স্বামী-স্ত্রী’র ঝগড়ার আওয়াজ যখন ঘর ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়ে তখন যারা শুনতে পান তাদের জন্য সেটা চরম অস্বস্থিকর পরিস্থিতির সৃষ্টি করে। এরকমই এক অস্বস্থিকর পরিস্থিতিতে এক দম্পতি তার প্রতিবেশি এক দম্পতির ঝগড়া থামাতে এসে নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছেন। কারণটা কী? দুই দম্পতির এই ঝগড়া বিষয়ক নাট্যাংশটি প্রচারিত হয়েছে ২৩-এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec

___________________________________
Enjoy & stay connected with us!