ছন্দে ছন্দে তারকা সংলাপ | ইত্যাদি নভেম্বর ১৯৯৪ পর্ব

১৯৯৪ সালের নভেম্বর মাসে বেসরকারিভাবে নির্মিত দেশের প্রথম অনুষ্ঠান ইত্যাদিতে সে সময়ের জনপ্রিয় কয়েকজন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, জাহিদ হাসান, তৌকির আহমেদ, শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমি এবং বিজরী বরকতুল্লাহকে নিয়ে একটি মজার পর্ব করা হয়েছিলো। একজনের বলা একটি সংলাপের শেষ শব্দ দিয়ে মিলিয়ে পরের জনকে অন্য একটি সংলাপ বলতে হবে।


___________________________________
Enjoy & stay connected with us!