দক্ষিণ আফ্রিকায় আমজাদ হোসেন চয়নের বিশাল কৃষি খামার | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

বাংলাদেশ থেকে কাজ আর উপার্জনের আশায় যে বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর বিদেশে যায়, তাদের কাছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও জনপ্রিয় একটি গন্তব্য দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অধিকাংশ বাঙালিই ব্যবসা করেন। অনেকে আবার কৃষিকাজও করছেন। বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুণ্ন রাখাসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যেসব প্রবাসী কাজ করছেন কিংবা বিদেশের মাটিতে সাফল্য পেয়েছেন এমন প্রবাসীদের গল্প আমরা ইত্যাদিতে নিয়মিতই তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের নভেম্বর মাসে প্রচারিত ইত্যাদির সুনামগঞ্জ পর্বে আমরা দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা আমজাদ হোসেন চয়নের উপর একটি প্রতিবেদন প্রচার করি। যিনি দক্ষিণ আফ্রিকার বপ্সটেইন নামক একটি স্থানে গড়ে তুলেছেন একটি বিশাল কৃষি খামার। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় একক মালিকানায় কোন বাংলাদেশির এটিই সবচাইতে বড় খামার। প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকায় কৃষি কাজের সম্ভাবনা নিয়েও কিছু তথ্য তুলে ধরা হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!