ওরা সর্বনাশা হয়, ওদের সাথে চলা নয় | মাহফুজ আহমেদ | শবনম বুবলি | প্যারোডি গান | ঈদ ইত্যাদি ২০২৩

প্যারোডি (Parody) শব্দটির অর্থই হচ্ছে কোন গুরুগম্ভীর রচনার অনুকরণে রচিত ব্যঙ্গ-রচনা। তাই অনেক বিখ্যাত কবির কবিতা, বিখ্যাত শিল্পীর বিখ্যাত অনেক গানেরও প্যারোডি হয়েছে। আর প্যারোডি গান হচ্ছে-মূল সুরকে ঠিক রেখে কথা পরিবর্তন করে কোন বিষয়কে তুলে ধরা। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরেই ইত্যাদি’তে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, তামিলসহ বিভিন্ন গানকে প্যারোডি করে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বক্তব্য তুলে ধরা হয়।
তারই ধারাবাহিকতায় কিছু সংগৃহিত সুর, কিছু নতুন সুরে গাঁথা ছোটবেলার আদর্শলিপিতে পড়া কিছু নীতিবাক্য দিয়ে সাজানো হয়েছে এই দলীয় সংগীতটি। যেখানে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং চিত্রনায়িকা বুবলি। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী দল। ঈদের বিশেষ এই পর্বটি প্রচারিত হয় ২৩-এপ্রিল ২০২৩ তারিখে। নৃত্য-গানে চমৎকার এই পর্বটিও ছিলো বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক।

প্যারোডি গান: ওরা সর্বনাশা হয়, ওদের সাথে চলা নয়...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর: সংগৃহীত।
সংগীতায়োজন: মেহেদি।
নেপথ্য কন্ঠ: তানজিনা রুমা, রিয়াদ ও পুলক।
নৃত্য পরিচালনা: মামুন।
নির্মাণ : ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা : হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec

___________________________________
Enjoy & stay connected with us!