টিভি দেখলে বাড়ি-গাড়ি | ঈদ ইত্যাদি ২০২৩

এখন অনেক চ্যানেল, অনেক অনুষ্ঠান। বিশেষ করে ঈদ এলে চ্যানেলে চ্যানেলে অনুষ্ঠান নির্মাণের হিড়িক পড়ে। তবে অধিকাংশ অনুষ্ঠানই মানহীন। তাই কোথাও স্থির থাকতে না পেরে অস্থির দর্শক ছোটেন এ চ্যানেল থেকে ও চ্যানেলে। তাই চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের চ্যানেলের অনুষ্ঠানে দর্শকদের আটকে রাখতে প্রতিবারই বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখিয়ে থাকেন। তেমনই একটি টেলিভিশন চ্যানেলের পুরস্কারের প্রলোভনে ঈদের দিনে আটকা পড়েছেন জনৈক ব্যক্তি, তারপর কি ঘটলো সেটাই দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২৩-এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec


___________________________________
Enjoy & stay connected with us!