পটুয়াখালীতে ইত্যাদি ‘পর্দার পেছনের গল্প’ | ইত্যাদি কুয়াকাটা পর্ব ২০১৯

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা। ভৌগলিক অবস্থানের কারণেই কেবলমাত্র এই সৈকত থেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। ১৮ কিলোমিটার দৈর্ঘের কুয়াকাটা সৈকত দেশের অন্যতম নৈসর্গিক স্থান। ২০১৯ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি ধারণের জন্য দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিচিত্র বৈচিত্র্যে সমুজ্জ্বল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতকে বেছে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিলো পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত সৈকত, সৈকতে আছড়ে পরা ফেনিল ঢেউ, দিগন্তজোড়া নীল আকাশ এবং ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত কুয়াকাটায় ইত্যাদি ধারণের নেপথ্যের দৃশ্য।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/P6Vn3LO5iFM


___________________________________
Enjoy & stay connected with us!