আসেন সবাই মিলা বদদোয়া করি | ঈদ ইত্যাদি ২০২৩

মানুষ তার নিজের বিপদ-আপদ, অকল্যাণ-অমঙ্গল থেকে মুক্তি, মনের আশা পূরণসহ বিভিন্ন কারণে দোয়া চান। এই দোয়া কেউ মনে মনে, কেউ জনে জনে, কেউ বিজ্ঞাপনে, কেউ আবার দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েও চান। কেউ দোয়া চাইলে তাকে দোয়া করার রীতি রয়েছে, তবে অনেক সময় সবাই মিলে দোয়ার বদলে বদদোয়াও করেন। আর এ সম্পর্কিত একটি নাট্যাংশ প্রচারিত হয়েছে ২৩-এপ্রিল ২০২৩ তারিখে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec


___________________________________
Enjoy & stay connected with us!