ঢাকার রাস্তায় মোগল সম্রাট | ইত্যাদি নভেম্বর ১৯৯৪ পর্ব

ফুটপাত নাগরিকদের হাঁটার সুবিধার্থে তৈরি হলেও রাজধানীসহ সারা দেশের ফুটপাতে মানুষের হাঁটা এখন দুঃসাধ্য। এছাড়াও রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ দখল, রাস্তায় গর্ত এবং সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়াতো আছেই। ফলে ভোগান্তি বাড়ছে পথচারী এবং গাড়ি চালকদের।
এছাড়াও ঢাকার কিছু কিছু রাস্তার নামকরণও বেশ অদ্ভুত। কোন রাস্তার নাম রাখা হয়েছে স্থানীয় বা বিশ্ববিখ্যাত ব্যক্তি, মোগল বা ইংরেজ প্রশাসনের কর্তাব্যক্তিদের নামে। যেমন মোহাম্মদপুর এলাকার বেশ কিছু রাস্তা দিল্লির মসনদে অধিষ্ঠিত মুসলিম রাজন্যবর্গ এবং ব্রিটিশ যুগের শেষ অধ্যায়ে ভারতীয় মুসলিম জাগরণের অগ্রদূতদের নামানুসারে রাখা হয়েছিল। যা অন্যান্য এলাকার নামকরণ থেকে সম্পূর্ণই আলাদা। তবে বর্তমানে অধিকাংশ রাস্তার নামকরণ করা হয়েছে আমাদের দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নামে। কিন্তু এসব সড়কের দুই পাশে অবস্থিত দোকানপাট ও ভবনে সেসব নামের ব্যবহার নেই। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান তো বটেই, পুরনো নামে ঠিকানা লেখা রয়েছে অনেক সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও। এসব বিষয় নিয়েই ১৯৯৪ সালের নভেম্বর মাসে বেসরকারিভাবে নির্মিত দেশের প্রথম অনুষ্ঠান ইত্যাদিতে একটি পর্ব করা হয়।


___________________________________
Enjoy & stay connected with us!