‘নির্ভেজাল খাঁটি গরুর দুধ’ - প্রমাণে হাজির গরু | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

আজকাল একটি কথা বেশ প্রচলিত, ‘ভেজাল কোথায় নেই? ভেজাল কিসে নেই?’ এই ভেজালের জালে তাল হারিয়ে নাজেহাল হচ্ছেন অনেকেই-কখনও ক্রেতা, কখনও বিক্রেতা। ভেজালের কারণে হারানো বিশ্বাস ফিরানো খুব কঠিন। তাই এক দুধ বিক্রেতা তার গরুর দুধ নির্ভেজাল প্রমাণে নিয়েছেন এক অভিনব পন্থা। কিন্তু কি সেই পন্থা, চলুন দেখি। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!