আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে | জাহিদ হাসান | সাদিয়া ইসলাম মৌ | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

সে সময়ে অবিবাহিত বর্তমানে বিবাহিত জুটি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম জুটিবদ্ধ পারফরমেন্স ছিলো ইত্যাদিতেই। হানিফ সংকেতের কথা ও সুরে, হানিফ সংকেত ও শাকিলা জাফরের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘বিয়ে কারো পৌষ মাস’ শিরোনামে একটি গানের মাধ্যমে তারা জুটিবদ্ধ হয়ে প্রথম দর্শকদের সামনে আসেন। এই জুটির দ্বিতীয় দ্বৈত পারফরমেন্সটিও ছিলো ইত্যাদিতেই। বিয়ের আগে শেষবারের মত জুটিবদ্ধ হয়ে তারা ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে...’ শিরোনামে একটি গানের সাথে অভিনয় করেন। গানটিতে তাদের সঙ্গে আরো ছিলেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল।


গান: আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে...
কথা: নজরুল ইসলাম বাবু
সুর ও সংগীত পরিচালনা: আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছবি: আঁখি মিলন

পুনঃসংগীত পরিচালনা: পার্থ বড়ুয়া
কণ্ঠশিল্পী: পার্থ বড়ুয়া, অনুপ বড়ুয়া, অনিমা, চারু ও বাবু
মডেল: জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ এবং ইত্যাদির নৃত্যশিল্পীদল
নির্মাণ: ফাগুন অডিও ভিশন
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত


___________________________________
Enjoy & stay connected with us!