ক্যামেরা প্রীতি ও ক্যামেরা ভীতি | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

প্রযুক্তির এ যুগে ছবি তোলা একটি সহজসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোন ধরণের সাধারণ বা দুর্লভ মুহূর্তকে স্মৃতির পাতায় রাখতে ক্যামেরার বিকল্প নেই। সময় মত ক্যামেরা না আসায় অনেক সময় থেমে যায় দাতার দান, গুণীজনকে মাল্যদান, পুরস্কার বিতরণ কিংবা নেতার বক্তৃতা। বর্তমানে যার ডিএসএলআর বা অন্য কোন দামী ক্যামেরা কেনার সামর্থ্য বা আগ্রহ নেই, তার কাছেও একটা স্মার্ট মোবাইল ক্যামেরা ফোন আছে। অথচ একটা সময় ভালো ক্যামেরা শুধু পেশাদার আলোকচিত্রীরাই ব্যবহার করতেন। সে সময় অনভ্যস্ততার কারণে ছবি তুলতে গিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পরতেন। তারই কিছু খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বে।



___________________________________
Enjoy & stay connected with us!