সুনামগঞ্জের উপর তথ্যসমৃদ্ধ প্রতিবেদন | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ। প্রকৃতি যেন অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছেন এখানকার অফুরন্ত সম্পদ, সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। কবিতার দেশ, গানের দেশ হিসাবেও সুনামগঞ্জ স্বনামধন্য। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রচারিত ইত্যাদি ধারণ করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সুনামগঞ্জে। জেলার পরিচিতি হিসাবে অনুষ্ঠানের শুরুতেই ছিল সংশ্লিষ্ট জেলার উপর একটি বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনে তুলে ধরা হয় সুনামগঞ্জের বিচিত্র রূপ, হাওরসহ অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের চোখ জুড়ানো দৃশ্য, নানান কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাস।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs


___________________________________
Enjoy & stay connected with us!