কাজের বেলায় কাজী, কাজ ফুরালে... | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

কথায় আছে-‘কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি’ অর্থাৎ প্রয়োজনের সময় কাউকে তোষামোদ করা আর প্রয়োজন শেষ হলে তাকে ভুলে যাওয়া। আমাদের এই সমাজে এমনি নানান চরিত্রের মানুষের দেখা আমরা হরহামেশাই পাই। এ ধরণের চরিত্রের কিছু মানুষের কয়েকটি খণ্ডচিত্র তুলে ধরা হয়েছিল ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।


___________________________________
Enjoy & stay connected with us!