সুনামগঞ্জের টেকেরঘাট পর্ব, ‘পর্দার পেছনের গল্প’ | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

ঘাসে ঢাকা সবুজ উঁচু-নিচু টিলা, সবুজ বনানী, ওপারে মেঘালয় পাহাড়, লেকের টলটলে পানি, আরেকটু এপাশে এলেই বিস্তৃত টাঙ্গুয়ার হাওড়-সব মিলিয়ে এর স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অনেক পর্যটকই একে বাংলার সুইজারল্যান্ড কিংবা বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন। এটি শহীদ সিরাজ লেক। বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম পর্যটন গন্তব্য। গাঢ় নীল রঙের পানি থাকায় ‘নীলাদ্রি লেক’ নামেই যেটি বেশি পরিচিত। ২০১৮ সালের নভেম্বর প্রচারিত ইত্যাদি ধারণের জন্য এই স্থানটিকেই বেছে নেয়া হয়। ঢাকা থেকে ইত্যাদির বিশাল বহর নিয়ে হাওড় পাড়ি দিয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের এ স্থানে পৌঁছানো সেসময় বেশ কষ্টকরই ছিলো। কেমন ছিলো ইত্যাদি টিমের সেই জার্নি? সেটা নিয়েই বানানো হয়েছে এই বিহাইন্ড দ্যা সিন বা পর্দার পেছনের গল্প।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!