‘বিমারি কেমন বিমারিরে...’, অসুখ দেখে হাসি | ইত্যাদি জুন ১৯৯৫ পর্ব |

আমাদের এখানে কিছু কিছু হাসপাতালের সেবার মান নিয়ে এমন কথাও প্রচলিত আছে যে - ’কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যায়, কেউ হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে পড়ে’। কিন্তু ১৯৯৫ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদির প্যারোডি গানে যাদেরকে দেখা গেলো তারা কি হাসপাতালে গিয়ে অসুস্থ হয়েছে নাকি অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে গিয়েছে আপনারাই যাচাই করুন।

প্যারোডি গান: বিমারি কেমন বিমারিরে...
কথা: হানিফ সংকেত।
সংগীত পরিচালনা: পার্থ বড়ুয়া।
শিল্পী: হানিফ সংকেত।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।


___________________________________
Enjoy & stay connected with us!