বস হাসলে সবাই হাসে | ইত্যাদি মার্চ ১৯৯৫ পর্ব

কথায় আছে, দ্য বস ইজ অলওয়েজ রাইট। প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই বসের মতের সঙ্গে মিল রেখেই চলতে হবে। তবে আমাদের দেশের তোষামোদকারীরা আবার এ ক্ষেত্রে এক কাঠি সরেস। বিশেষ করে সরকারি, বেসরকারি সবখানেই আমাদের এখানে ভাবা হয় তোষামোদীই উপরে উঠার একমাত্র সিঁড়ি। তবে একদিন পোষা তোষামোদকারীদের মোসাহেবিতে অভ্যস্ত এক কর্মকর্তার কক্ষে তার সস্তা রসিকতায় সবাই হাসলেও বেঁকে বসেন জনৈক কর্মচারী, কিন্তু কেন? সেটাই তুলে ধরা হয়েছে ১৯৯৫ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির এই নাট্যাংশে।


___________________________________
Enjoy & stay connected with us!