বিদেশি পর্বে ‘মোবাইলের কারবারে আজ পাগলের মেলা’ | ঈদ ইত্যাদি ২০২৩

বিগত প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরা হচ্ছে। বিদেশিদের মাধ্যমে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানান ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি বক্তব্যের মাধ্যমে। গত ২৩-এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতেও ছিলো বিদেশিদের নিয়ে তেমনই একটি মজাদার পর্ব। যেই পর্বের কিছু কিছু সংলাপ মানুষের মুখে মুখে।

বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের দৈনন্দিন জীবন এখন অনেকটা স্মার্টফোন নির্ভর। যার ছোঁয়া এখন গ্রামীণ জনপদেও পৌঁছে গেছে। গ্রামীণ জনপদে এর ব্যবহার ও অপব্যবহারের উপর করা হয়েছে এবারের বিদেশি পর্বটি। পাশাপাশি রয়েছে বিদেশিদের অংশগ্রহণে চিত্ত দোলানো নৃত্য।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec


___________________________________
Enjoy & stay connected with us!