করোনা যোদ্ধা ক’জন চিকিৎসক ও সেবিকাদের ঈদের গান | ঈদ ইত্যাদি ২০২২

০৪ মে-২০২২ তারিখে (ঈদুলফিতরের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির শুরুতেই ছিলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ..’ গানটি। ইত্যাদিতে এই গানটির বর্ণাঢ্য আয়োজনে নির্মাণ - এর দ্যুতি আরো বাড়িয়ে দিয়েছে। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারের চিরচেনা এই গানটি পরিবেশন করেছেন প্রথম সারির করোনা যোদ্ধা চিকিৎসকদের মধ্য থেকে বেশ ক’জন শিল্পী এবং দুই শতাধিক করোনা যোদ্ধা নার্স। গানটি পরিবেশনের সময় অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত করোনা অতিমারীর মহা দুর্যোগে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পুলিশ, স্বেচ্ছাসেবকদের মতো করোনা যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/xwgQoGCKD3g


___________________________________
Enjoy & stay connected with us!