বাড়িঘর আপন পর | Barighar Apon Por | TRAILER | Hanif Sanket Eid ul-fitr Natok 2023

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘বাড়িঘর আপন পর’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮ টা ৫০ মিনিটে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আবদুন নূর সজল, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।


___________________________________
Enjoy & stay connected with us!