মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুবছর পর প্রথম দেশটিতে ঢুকে যা দেখলেন বিবিসির সংবাদদাতা | BBC Bangla

#BBCBangla
মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিল দুবছরেরও বেশি আগে।
অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী তাদের শাসন কায়েম করার পর থেকে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর আঘাত হানার জন্য সেনাবাহিনী দেশটির বিমান বাহিনীর ওপর ক্রমশই বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

গত সপ্তাহে এ ধরনের একটি হামলায় অন্তত ১৪০জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেডকে সেনা অভ্যুত্থানের পর এই প্রথমবারের মত মিয়ানমারে ঢোকার অনুমতি দেয়া হয়েছে। যদিও তার গতিবিধির ওপর নিয়ন্ত্রণ রাখা হয় এবং তাকে শুধু সীমিত কিছু এলাকায় যেতে দেয়া হয়। বিরোধী পক্ষের কারও সঙ্গে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।

মিয়ানমার থেকে পাঠানো জনাথান হেডের রিপোর্ট:
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliService​​​
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

*******************************************