অসহায়ের সহায় ফেনীর মঞ্জিলা আক্তার মিমি | ইত্যাদি ফেনী পর্ব ২০২২ |

ফেনীর এক তরুণী, নাম মঞ্জিলা আক্তার মিমি। মানুষের জন্য কাজ করার অদম্য বাসনা নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সহায়’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৫ বছর ধরে তিনি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অজ্ঞাত বা অসহায় মানুষকে সহায়তা করা, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের খুঁজে এনে তাদের সেবা-শুশ্রূষা করা, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আত্মপরিচয়হীন শিশুদের নিজের তত্ত্বাবধানে রেখে লালন-পালন করা, পরবর্তীতে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া কিংবা ভালো মনের মানুষ পেলে দত্তক হিসাবে তুলে দেয়া-এ ধরনের বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন প্রচারবিমুখ এ মানুষটি। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে এই অদম্য সমাজকর্মীর উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!