চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কম্পিউটার চিপ নিয়ে যে কারণে যুদ্ধ | BBC Bangla

#BBCBangla#Chip#china#usa#semiconductor

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র আর চীন গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণ নিতে অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

আর এই যুদ্ধ চলছে সেমিকন্ডাকটর ডিভাইস বা কম্পিউটার চিপের বাজারের নিয়ন্ত্রণ নিয়ে।

সুপারকম্পিউটিং ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার হওয়া কম্পিউটার চিপ যেন চীনের প্রতিষ্ঠানের কাছে রপ্তানি না করা হয় – সে লক্ষ্যে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর ওপর গত বছর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

পাশাপাশি বিশ্বের যে কোনো দেশের প্রতিষ্ঠান যারা আমেরিকান যন্ত্রপাতি বা সফটওয়্যার ব্যবহার করে, তারাও চীনা কোনো প্রতিষ্ঠানের কাছে মাইক্রোচিপ বিক্রি করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেয়া হয়।

চীন যেন সামরিক কার্যক্রমে এসব প্রযুক্তি ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

সেই ধারাবাহিকতায় এ বছরের শুরুতে নেদারল্যান্ডস ও সম্প্রতি জাপানও কম্পিউটার চিপ তৈরিতে প্রয়োজনীয় কিছু কাঁচামাল চীনে রপ্তানি করবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ সেমিকন্ডাকটর উৎপাদনকারী দেশগুলোর একটি হলেও দ্রুতগতির প্রসেসর, চিপ বা মেমোরি স্টোরেজ ডিভাইস তৈরি করার মত আধুনিক প্রযুক্তি তাদের কাছে নেই।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliService​​​
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

*******************************************