ফেনীর মঞ্চে নানি আর নাতি, ‘চোখ নিয়ে মাতামাতি’ | ইত্যাদি ফেনী পর্ব ২০২২ |

‘চোখ’- কবি, সাহিত্যিক, দার্শনিক সবার কাছেই আবেগের বস্তু। যার প্রতিফলন ঘটেছে তাদের রচিত বিভিন্ন গল্প, কবিতা, গান ও দার্শনিক বাণীতে। এসব থেকে ধার করে নাতিও এই চোখ নিয়ে নানান উদাহরণ দেন নানিকে। নানি-নাতির এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে, অনুষ্ঠানটি ধারণ করা হয় ফেনীতে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!