Ityadi - ইত্যাদি | August 2003 Episode | Hanif Sanket

ITYADI at a glance:

Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Aired on: BTV (Bangladesh Television)- বিটিভি (বাংলাদেশ টেলিভিশন)।
Production: Fagun Audio Vision (ফাগুন অডিও ভিশন)

The show was first aired on the screen of BTV on Friday, August 29, 2003 at 09:05 pm.


দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র
২৯ আগস্ট, শুক্রবার - ২০০৩ সালে প্রচারিত পর্ব।

ব্যতিক্রমী বিষয়ে পরিপূর্ণ ইত্যাদি শুধু বিষয়বস্তুতেই নয়, এর আধুনিক ও নান্দনিক নির্মাণশৈলী সর্বোপরি হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনা সবকিছু মিলিয়েই এই অনুষ্ঠানটি দর্শক পছন্দের শীর্ষে।

বরাবরের মত ইত্যাদির এই পর্বেও রয়েছে দর্শকদের জন্য রকমারি ও জমজমাট সব আয়োজন। এবারের পর্বে মূল গান রয়েছে দুটি। এর মধ্যে একটি দ্বৈত সংগীত। কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর ও সামিনা চৌধুরী। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানটির সুর করেছেন আলী আকবর রুপু। বহির্দৃশ্যে চিত্রায়িত এই গানটি দর্শকদের ভিন্ন স্বাদ দেবে। ইত্যাদিতে সব সময় নূতন প্রতিভাদের সুযোগ দেয়ার চেষ্টা করা হয়। তবে শিল্পীকে অবশ্যই ইত্যাদির মানসম্পন্ন হতে হয়। সেই ধারাবাহিকতায় ইত্যাদির এই পর্বে নূতন প্রতিভা হিসেবে উপহার দেয়া হয়েছে কণ্ঠশিল্পী আকবরকে। যশোরের এই শিল্পী একজন অপেশাদার গায়ক হলেও তাকে দিয়ে প্রখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে...’ গানটি গাওয়ানো হয়। স্টুডিওতে গানটি ধারনের সময় দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বলা বাহুল্য এই নূতন অপেশাদার শিল্পী এই প্রথম ক্যামেরার সামনে এবং অডিও স্টুডিওর মাইকের সামনে দাঁড়ালেও তার গান শুনে দর্শকদের কাছে তাকে পেশাদার গুনী শিল্পী বলে মনে হয়েছে। গানটি প্রচারের পর শিল্পী আকবর সব শ্রেণীর দর্শক শ্রোতার কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তনের লক্ষ্যে ইত্যাদির এই পর্বে দর্শকদের দিয়ে দুটি পর্ব করা হয়েছে। একটি পর্বে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। তিনি স্টুডিওতে আগত দর্শকদের লেখা বিভিন্ন শুভ ভাবনা থেকে তিনটি লেখা বাছাই করেন এবং নির্বাচিত তিনজন দর্শকের হাতে উপহার তুলে দেন।
দর্শক পর্বের আর একটি পর্ব করা হয়েছে পরিবেশ সচেতনতা বিষয়ে। গাছ লাগানোর প্রতি ও গাছের পরিচর্যার বিষয়ে মানুষকে সচেতন করতে ইত্যাদির প্রতি পর্বেই বিজয়ী দর্শকদের উপহার হিসেবে পরিবেশ বান্ধব গাছ দেয়া হলেও এই পর্বে স্টুডিওতে আগত সকল দর্শককেই একটি করে গাছের চারা উপহার হিসেবে দেয়া হয়েছে। এই গাছের চারা দিয়েই নির্বাচন করা হয় পাঁচজন দর্শক। দ্বিতীয় পর্বে কোন ফল ফলে কোন গাছে, তার সাথে কার কার পরিচয় আছে, সেই পরীক্ষা থেকেই নির্বাচন করা হয় বিজয়ী দর্শক।

ইত্যাদি সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, মানুষের সেবায় নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। বরিশাল সদরের আসমা সুলতানা কাজল। যিনি অতি সামান্য দ্রব্যের সাহায্যে সৃষ্টি করে চলেছেন অভিনব সব দৃষ্টি নন্দন সামগ্রী। টিস্যু পেপার, মোম, সিমেন্ট, কর্কশীট, পাথর, আইকা, চক পাউডার ইত্যাদি দিয়েই তৈরি করছেন বিভিন্ন শিল্পকর্ম। যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। তার উপর রয়েছে একটি বৈচিত্র্যময় প্রতিবেদন। দামি দামি বিছানায় কত মানুষ নির্ঘুম রাত কাটান। আবার অনেকেই খোলা আকাশের নিচে, শত শত মশার কামড় খেয়েও গভীর ঘুম ঘুমান। শীতের মৌসুমে নগরীর ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে।-এসব বিষয় নিয়ে রয়েছে একটি মানবিক প্রতিবেদন। পল্লীর রূপ এবং পল্লীর মানুষের জীবনের অমর রূপকার পল্লীকবি জসীমউদদীন-এর অমর কাহিনী কাব্যের নাম ‘ নকশী কাঁথার মাঠ’। এই কাব্যের নায়ক রূপা। কবি এই কাহিনী কাব্য লিখতে গিয়ে কল্পনার আশ্রয় নিলেও এই কাহিনী কাব্যের নায়ক রূপার চরিত্রটি নিয়েছিলেন তার চেনা ভূবন থেকে। তিনি এখন কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন সেসব নিয়েই ইত্যাদির এই পর্বে ছিলো একটি অনুসন্ধানী প্রতিবেদন।

নানা-নাতি, মামা-ভাগ্নে, হাবা হাসমত পর্ব, ইংরেজি ছবির বাংলা সংলাপ ও চিঠিপত্র বিভাগসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ।

আবহ সংগীত করেছেন মকসুদ জামিল মিন্টু। চিঠিপত্র পাঠ করেছেন রুমানা ইয়াসমীন। মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।
প্রথম প্রচার : ২৯ আগস্ট-২০০৩, শুক্রবার-রাত ৯টা ৫ মিনিটে- বাংলাদেশ টেলিভিশনে।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।


___________________________________
Enjoy & stay connected with us!