ডাক্তারের চেম্বারে সদলবলে নেতা - এখানেও লক্ষ্য জেতা | ইত্যাদি ফেনী পর্ব ২০২২ |

আমাদের দেশে সাধারণত দুই ধরনের নেতা দেখা যায়। এক ধরনের নেতারা তোষামোদে খোশ থাকেন, আর এক ধরনের নেতারা তোষামোদকে দোষ ভাবেন। তবে তোশামোদে খোশ-আমোদে থাকেন এমন নেতার সংখ্যাই আমাদের দেশে বেশি দেখা যায়। সবসময় তোষামোদকারী দ্বারা পরিবেষ্টিত থাকেন এমন এক নেতা তার কর্মীদের নিয়ে গেলেন এক ডাক্তারের চেম্বারে, তারপর কি ঘটলো সেখানে- দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!