ভাগ্নের নতুন ধান্ধা ‘অনলাইন ব্যবসা’ | ইত্যাদি কিশোরগঞ্জ পর্ব ২০১৯ |
সময় ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রযুক্তির উন্নতি ও উৎকর্ষ। এগিয়ে চলছে বাংলাদেশ, বদলে যাচ্ছে জীবনধারা। বাজার বা মার্কেটে না গিয়ে ঘরে বসে এক ক্লিকেই পছন্দসই পণ্য হাতে আসায় মানুষ অধিক হারে নির্ভরশীল হয়ে পড়ছে অনলাইন কেনাকাটায়। ইত্যাদির নিয়মিত চরিত্র মৌসুমী ব্যবসায়ী ভাগ্নেও তাই ঝুঁকেছে এই অনলাইন ব্যবসার দিকে। তবে অনলাইন ব্যবসা যেভাবে বাড়ছে, গ্রাহকের সঙ্গে প্রতারণার হারও তেমনি বাড়ছে। অনলাইন ব্যবসার সুফল-কুফল নিয়ে মামা-ভাগ্নের এই পর্বটি ২০১৯ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির কিশোরগঞ্জ পর্বে প্রথম প্রচারিত হয়।
পুরো অনুষ্ঠান : https://youtu.be/rvjhq4uwsE0
___________________________________
Enjoy & stay connected with us!
পুরো অনুষ্ঠান : https://youtu.be/rvjhq4uwsE0
___________________________________
Enjoy & stay connected with us!