কনটেন্ট বিহীন ইউটিউব কনটেন্ট | ইত্যাদি ফেনী পর্ব ২০২২ |

ভিউ ভাইরাসে আক্রান্ত জনৈক ইউটিউবার কনটেন্ট বানাচ্ছেন ভিউ বাড়ানোর জন্য। শ্যুটিং দেখতে আসা উপস্থিত এক ব্যক্তি তার কনটেন্ট নির্মাণের ধরণ দেখে ‘মানুষ গালি দিতে পারে’- এমন মন্তব্য করলে, কনটেন্ট বানানো তরুণের বক্তব্য ছিলো, ‘আগে তো ভিউ, তারপর অন্য কিছু। ভিউ হলেই তো ব্যবসা।’ এ ধরণের কনটেন্ট নির্মাতাদের কটাক্ষ করে ইত্যাদির ফেনী পর্বে একটি নাট্যাংশ প্রচারিত হয়। পর্বটি প্রচারিত হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!