ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ ফেনী জেলা | ইত্যাদি ফেনী পর্ব ২০২২ |

মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতিধন্য ঐতিহ্যবাহী জেলা ফেনী। একসময় এই জনপদের মানুষের বেঁচে থাকার নিত্যকার সঙ্গী ছিল দিঘি। কারণ সাগর বিধৌত এ অঞ্চলের নোনামুক্ত সুপেয় পানির একমাত্র উৎস ছিলো দিঘি। ফেনী জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণীজন, এ অঞ্চলে রয়েছে অনেক দর্শনীয় স্থান। ফেনীর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্যসহ এমনি নানা তথ্য নিয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!