বিয়ের সূর্যোদয়, ভালোবাসার সূর্যাস্ত | পাঁচফোড়ন - ভালোবাসা দিবস পর্ব ২০২৩ |

‘প্রেম বিয়ের সূর্যোদয় এবং বিয়ে প্রেমের সূর্যাস্ত’- এটি একটি ফরাসি প্রবাদ। আমাদের সমাজেও এই ‘প্রেম’ ও ‘বিয়ে’ নিয়ে নানাজনের নানা মত প্রচলিত রয়েছে। ‘বিয়ের আগে প্রেম, নাকি বিয়ের পরে প্রেম’, এই প্রশ্নের উত্তরে কেউ বলেন- ‘প্রেম করে বিয়ে করলে একে অন্যের প্রতি বোঝাপড়া ভালো হয় এবং বিবাহোত্তর সম্পর্ক অনেক ভালো হয়’। অন্যদিকে কেউ আবার বলেন, ‘সম্বন্ধের বিয়েতেও প্রেমিক-প্রেমিকার মতোই স্বামী-স্ত্রীরা মান-অভিমান, সন্দেহ-দোলাচল, অনিশ্চয়তা-উচ্ছ্বাস এমন বিচিত্র অনুভূতির মধ্য দিয়ে যান ও সম্পর্ক গড়ে তোলেন।’-এসব বিষয় নিয়েই ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩-এ এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-অনুষ্ঠানে একটি নাট্যাংশ প্রচারিত হয়েছিলো।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/Hk72RGEjPS4


___________________________________
Enjoy & stay connected with us!