আর কতকাল ঘোরাবি তোর, দেহ যন্ত্রর টেলিফোন | সুমি শবনম | Sumi Shabnam | ইত্যাদি আগস্ট ২০০১ পর্ব |

২০০১ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটে বর্তমানে আলোচিত শিল্পী সুমি শবনম এর। ‘আর কতকাল ঘোরাবি তোর, দেহ যন্ত্রর টেলিফোন...’ গানটির মাধ্যমে তিনি প্রথম টিভি দর্শকদের অভিবাদন জানান। গানটিতে তার সঙ্গে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন বাউল শিল্পী, শতাধিক গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত সাধারণ মানুষ এবং কয়েকজন অভিনয় শিল্পী। ইত্যাদির মাধ্যমে কন্ঠশিল্পী সুমি শবনমের প্রথম আবির্ভাবের পর্বটি তুলে ধরা হলো।

গান: আর কতকাল ঘোরাবি তোর, দেহ যন্ত্রর টেলিফোন...।
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর ও সংগীতায়োজন: আলী আকবর রুপু।
শিল্পী: সুমি শবনম।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।


Song Name: Ar Kotokal Gurabi Tor Deho Jontor Telephone
Vocal: Sumi Shabnam
Lyrics: Mohammad Rafiquzzaman
Tune & Music: Ali Akbar Rupu
Production: Fagun Audio Vision
Label: Fagun Audio Vision
Special Thanks: Hanif Sanket


আর কতকাল ঘোরাবি তোর
দেহ যন্ত্রর টেলিফোন
ওরে মন
তারে তারে নিরাকারে
হইবো নারে কানেকশন
ওরে মন মন মন
ওরে মন মন মন


___________________________________
Enjoy & stay connected with us!