ব্রেড ক্রাম্ব কি ও এর বদলে কি নেয়া করা যাবে - রামযানে ভাজাভুজির জন্য এখনই তৈরী করে রাখার সব টিপস্

আমার অনেক রেসিপিতে অনেকে প্রশ্ন করেন, আপু ব্রেড ক্রাম্ব কি বা এর বদলে কি ব্যবহার করা যাবে! রামযান আসছে। আমরা যতই নিষেধ করি না কেনো, ভাজাভুজি খাওয়া কিন্তু আমাদের থেমে থাকে না। আর ভাজাভুজির রেসিপিতে ব্রেড ক্রাম্ব তো লাগবেই। তাই ভাবলাম এটাই পারফেক্ট সময় দর্শকদের সাথে ব্রেড ক্রাম্ব ও তার অলটারনেট তৈরীর প্রসেস শেয়ার করে রাখার। যারা এতদিন ব্রেড ক্রাম্ব বাজার থেকে কিনে ব্যবহার করতেন, দেখার পরে তারা আফসোস করবেন, এটা কেনো এতদিন কিনতে গেলাম!!

〰〰〰〰〰〰〰〰〰〰〰