সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি | ইত্যাদি কিশোরগঞ্জ পর্ব ২০১৯ |

প্রযুক্তির এই উৎকর্ষের যুগে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রাম, ইউটিউব কিংবা টিকটকের মতো কোন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে যুক্ত নেই, এমন মানুষ এখন নেই বললেই চলে। এসব মাধ্যমের কল্যাণে কেউ আলোচিত, কেউ সমালোচিত, কেউবা প্রশংসিতও হয়েছেন। ২০১৯ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির কিশোরগঞ্জ পর্বে জনৈক উপস্থাপক মুখোমুখি হয়েছেন এমনই চারজন অনলাইন সেলিব্রেটির সঙ্গে। চলুন দেখি, তারা কোন রংয়ে-কোন ঢংয়ে-কোন ভংয়ে কথা বলেন।


পুরো অনুষ্ঠান : https://youtu.be/rvjhq4uwsE0

___________________________________
Enjoy & stay connected with us!