ফেনীপর্বে চিত্তাকর্ষক দর্শক পর্বে, শমী কায়সারের উপভোগ্য অভিনয় | ইত্যাদি ফেনী পর্ব ২০২২

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ফেনীকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকরা দ্বিতীয় পর্বে ফেনীর আঞ্চলিক ভাষায় রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বিশিষ্ট অভিনেত্রী, ফেনী কন্যা শমী কায়সারকে। মঞ্চে উপস্থাপকের সঙ্গে উপভোগ্য সাক্ষাৎকারের পাশাপাশি প্রবাসী স্বামী’র কাছে স্ত্রীর লেখা একটি চিঠি ফেনীর আঞ্চলিক ভাষায় পড়ে শোনান এই গুণী অভিনেত্রী। সাক্ষাৎকারটি এখনকার শিল্পীদের জন্য যেমন শিক্ষণীয় ছিলো, তেমনি শমী কায়সারের পড়া চিঠিটিও ছিলো বেশ উপভোগ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে প্রথম এই দর্শক পর্বটি প্রচারিত হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!