কাশেম টিভির রিপোটিং - ‘বেপরোয়া দালালি’ | ইত্যাদি ফেনী পর্ব ২০২২

দালাল শব্দটির সঙ্গে অনাদিকাল থেকেই আমরা পরিচিত। এরা সাধারণত মানুষের বিপদকে পুঁজি করে মধ্যস্থতার নামে সুবিধা লোটার পাঁয়তারা করে। এ শ্রেণীটি এমনভাবে আমাদের সমাজে খুঁটি গেড়ে বসেছে যেখানে তাদের কাজ অনৈতিক জেনেও অনেক ক্ষেত্রেই তাদের দ্বারস্থ হতে হচ্ছে। এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কাজটি করতে যে সময় লাগছে, দালালের মাধ্যমে অতি অল্প সময়েই তার সমাধান হয়ে যাচ্ছে। সরকারি বিভিন্ন অফিস-আদালতে দালালদের এই দৌরাত্ম্য নিয়েই ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে একটি বিদ্রূপাত্মক মজার নাটিকা করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/A6j7hkFPJQs


___________________________________
Enjoy & stay connected with us!