ইত্যাদির ক্যামেরায় কিশোরগঞ্জ | ইত্যাদি কিশোরগঞ্জ পর্ব ২০১৯ |

হাওর-বাঁওড় ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি নিয়ে গঠিত বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এই কিশোরগঞ্জ জেলা লোকসাহিত্য ও লোকসংগীতেরও বিশাল ভান্ডার। ২০১৯ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদি ধারণ করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই কিশোরগঞ্জে। জেলার পরিচিতি হিসাবে অনুষ্ঠানের শুরুতেই ছিল সংশ্লিষ্ট জেলার উপর একটি বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনে তুলে ধরা হয় কিশোরগঞ্জের বিচিত্র রূপ, হাওরের নান্দনিক সৌন্দর্যসহ নানান কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও লোকসংস্কৃতি।

পুরো অনুষ্ঠান : https://youtu.be/rvjhq4uwsE0

___________________________________
Enjoy & stay connected with us!