অলস প্রিয়জনকে সকালে বিছানা থেকে তুলতে শীতের সকালে আমি আচারি বউয়া তৈরী করি

শীতের সকালে কার বিছানা ছাড়তে ইচ্ছা করে বলেন! যেদিন আমার ঘরের কেউ বিছানা ছেড়ে উঠতে চায় না, সেদিন এমন একটা আইটেম তৈরী করি যেটার ঘ্রাণে সবাই বিছানা ছাড়তে বাধ্য হয়। সকাল বেলা হাতে ১৫-২০ মিনিট সময় থাকলে খুব সহজে তৈরী করা যায় এই আইটেম টি। মজার বিষয় হচ্ছে, এটা তৈরী করতে তেমন কোনো প্রস্তুতি বা আয়োজনেরও দরকার হয় না, আর লাগে না এমন কোনো উপকরণ যা আমাদের ঘরে থাকে না।

তৈরী করতে লাগছে -
⚪ সুগন্ধি চালের খুদ ২ কাপ
⚪ টক আচার ৩ টেবিল চামচ
⚪ সরিষার তেল ০.২৫ কাপ
⚪ পিঁয়াজ কুচি ০.৫ কাপ
⚪ কাঁচা মরিচ ৫/৬ টি
⚪ শুকনো মরিচের গুঁড়ি ১ চা চামচ
⚪ হলুদের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ ধনে গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ জিরা গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ লবণ ১ চা চামচ

〰〰〰〰〰〰〰〰〰〰〰