পুরুষাঙ্গ, যা নিয়ে কেউ কথা বলে না

নারী আর পুরুষের দেহে সবচেয়ে বড় বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় জননাঙ্গে৷ অর্থাৎ যেসব অঙ্গ নতুন জীবন সৃষ্টিতে ভূমিকা রাখে৷ কিন্তু সেগুলো নিয়ে কেউ খোলাখুলি কথা বলতে চায় না৷ এমন কি জননাঙ্গে কোনো রোগ ধরা পড়লে ডাক্তারের কাছে খোলাখুলি কথা না বলার কারণে ঠিকমত চিকিৎসা সম্ভব হয় না৷ এর মূল কারণ আসলে আমরা আমাদের শরীর ও জননাঙ্গকে পুরোপুরি চিনি না বা জানি না৷

#পুরুষাঙ্গ #জননাঙ্গ #প্রোস্টেট ক্যান্সার #কিডনি #প্রস্রাব #মূত্রনালী #শুক্রানু

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali