Ityadi - ইত্যাদি | Manikganj Episode 2010 | Hanif Sanket

ITYADI at a glance:

Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
Shooting place: Baliati Zamindar Bari, Manikganj (বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ)।
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Aired on: BTV & BTV World (বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড)
Production: Fagun Audio Vision (ফাগুন অডিও ভিশন)

The show was first aired on the screen of BTV & BTV World on 30 July 2010 after 8pm Bangla news.

Facebook: https://www.facebook.com/HanifSanketFAV

মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে
ধারণকৃত ইত্যাদি।

দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। কখনও প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে, কখনও ইতিহাস-ঐতিহ্য-শেকড়ের সন্ধানে, কখনওবা মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানের খোঁজে। এসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় ইত্যাদির এই পর্ব ধারণ করা হয়েছিলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে। উল্লেখ্য দেশে খুঁজে পাওয়া জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটি জমিদার বাড়িই আয়তনের দিক থেকে সবচাইতে বড়।

অনুষ্ঠানস্থলের সামনে, বাইরে রাস্তায়, বিভিন্ন গাছের উপর এবং চারিদিকের বাড়িঘরের ছাদেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন বর্ণিল আলো এবং জমিদার বাড়ির সাথে সংগতি রেখে নির্মিত দৃষ্টি নন্দন মঞ্চে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

ইত্যাদি সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, মানুষের সেবায় নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। বগুড়া জেলার কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যারা বংশানুক্রমে তাদের ব্যবসার আয়ের একটা অংশ দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য ব্যয় করে আসছেন। রাজশাহীর গোপালপুর গ্রামের খয়ের চাষের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কুড়িগ্রামের রাজার হাট থানার রনজিৎশ্বর গ্রামের বিত্তহীন সমাজসেবক আবেদ তেলির উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে আমাদের লোকজ সংস্কৃতির জ্ঞানসাধকদের উত্তরসূরিদের মধ্যে অন্যতম মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতির উপর একটি বিশেষ প্রতিবেদন।

এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে দুটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও আলী আকবর রুপুর সুরে একটি গেয়েছেন মানিকগঞ্জেরই কৃতী সন্তান ফোক সম্রাজ্ঞী মমতাজ। যিনি ২০০০ সালের জুন মাসে প্রচারিত ‘ইত্যাদি’র মাধ্যমেই ‘রিটার্ন টিকেট হাতে লইয়া...’ গানটি গেয়ে টিভি দর্শকদের প্রথম অভিবাদন জানিয়েছিলেন। লিটন অধিকারী রিন্টুর কথায় ও আলী আকবর রুপুর সংগীত পরিচালনায় আর একটি দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রথম অডিও ক্যাসেট শিল্পী এম এ শোয়েব এবং ডলি সায়ন্তনী।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান মানিকগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। এই পর্বের জন্য মানিকগঞ্জের মানিকদের নিয়ে একটি গান গেয়েছেন মানিকগঞ্জের কৃতী সন্তান প্রখ্যাত চলচ্চিত্রকার, গীতিকার, অভিনেতা খান আতাউর রহমানের সুযোগ্য সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন।

নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র পর্ব। এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ।

এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-আতাউর রহমান, ফখরুল হাসান বৈরাগী, মহিউদ্দিন বাহার, কে এস ফিরোজ, মাসুম আজিজ, নাজমুল হুদা বাচ্চু, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, ফারুক আহমেদ, আব্দুল কাদের, আফজাল শরীফ, মতিউর রহমান মতি, কামাল বায়েজিদ, আমিন আজাদ, শবনম পারভীন, নিপু, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, অশোক বড়ুয়া, মামুনুল হক টুটু, রতন খান, শামীম আহমেদ, রাশেদ মামুন অপু, রবিন চৌধুরী, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, বাহারসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।
প্রথম প্রচার : ৩০ জুলাই-২০১০, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর, একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.


#ityadi #manikganj #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ইত্যাদি #ittadi #ফেনী #ityadimanikganjepisode2010 #ইত্যাদিমানিকগঞ্জপর্ব২০১০