আমাদের এই পৃথিবীটা আজ | মুস্তাফা জামান আব্বাসী | ফেরদৌসি রহমান | ঈদ ইত্যাদি ২০০৬

আমাদের লোকসংগীতের প্রবাদ পুরুষ আব্বাসউদ্দিনের সুযোগ্য উত্তরসূরি ফেরদৌসী রহমান এবং মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ ছয় দশক ধরে অত্যন্ত সফলভাবে আমাদের সংগীত ভুবনে বিচরণ করেছেন। আমাদের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য এই ভাইবোনের অবদান অবিস্মরণীয়। দর্শকরা টেলিভিশনে এই ভাইবোনকে সর্বশেষ একসঙ্গে গাইতে দেখেছেন ৩২ বছর আগে। এরপরে ২০০৬ সালের অক্টোবর মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে এই দুই শিল্পীকে দিয়ে একটি নতুন গান করেছেন হানিফ সংকেত। এই অনুষ্ঠান প্রচারের আগে ফেরদৌসি রহমান গত প্রায় ১০ বছর ধরে তার নিজস্ব কিছু অনুষ্ঠান উপস্থাপনা করা ছাড়া কোথাও কোন গান পরিবেশন করেননি।
ইত্যাদির জন্য এই গানটি লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলী আকবর রুপু। এই গানটির চিত্রায়নে ফেরদৌসি রহমান ও মুস্তাফা জামান আব্বাসীর সঙ্গে প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে।

গান: আমাদের এই পৃথিবীটা আজ, আনন্দে ঝলমল....
কথা: গাজী মাজহারুল আনোয়ার।
সুর ও সংগীতায়োজন : আলী আকবর রুপু।
শিল্পী: ফেরদৌসি রহমান। মুস্তাফা জামান আব্বাসী।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/7S1u5x_6TWo

Facebook: https://www.facebook.com/HanifSanketFAV

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.



#মুস্তাফাজামানআব্বাসী #ইত্যাদি #ফেরদৌসিরহমান #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadieidulfitrepisode2006 #ইত্যাদিঈদুলফিতরপর্ব২০০৬