একটু কৃপণ হলে

ঘরের প্রিয়জন হোক বা পছন্দের মোহমান, আমরা সবসময়ই চাই তাদের জন্য নতুন কিছু করে চমকে দিতে। আবার ওদিকে বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে কি দেয়া যায়, তা নিয়ে মায়েদের টেনশনের যেনো শেষ নাই। আমি এখন দারুন মজার একটা আইটেম তৈরী করে দেখাচ্ছি। এটা যার জন্যই তৈরী করেন, সবাই চেটে পুটে খাবে এবং বার বার খেতে চাইবে।

➡ ঘরে পাউরুটির বাতিল অংশ দিয়ে ক্রিসপি ফ্রেঞ্চ ব্রেড স্টিকস্ তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন