জোরে হাঁটলে আয়ু বাড়ে

সেকেন্ডে এক দশমিক দুই মিটারের বেশি গতিতে যারা হাঁটেন, তাদের সঙ্গে নাকি যম পর্যন্ত গতিতে পেরে ওঠে না৷ তাই তাদের আয়ু দীর্ঘ হয়৷ অন্যদিকে, যারা কম গতিতে এবং কম হাঁটেন, তাদের আয়ু কম হয় কারণ যম নাকি তাদের সহজে ধরতে পারে৷ যাহোক, জার্মানির একদল গবেষক বলছেন, দ্রুত হাঁটলে আয়ু বাড়ে৷

#হাঁটা #আয়ু #অন্বেষণ

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali