পুরাতন শেষ হয়ে নতুন জন্ম নেবে | সামিনা চৌধুরী | Samina Chowdhury | ইত্যাদি সেপ্টেম্বর ১৯৯৫ পর্ব |

সময়ের বহমান স্রোতধারায় পৃথিবীতে অনেক কিছুই বদলায়। ঋতু বদলে প্রকৃতির রূপ বদলায়। কাল বয়ে চলে তাই আজ যাকে বলছি একাল কিছুদিন পর সেটাই হয়ে যাবে সেকাল। কাল যেমন বদলায় তেমনি কালের সঙ্গে সঙ্গে বদলায় অনেক রীতিনীতি, প্রেম-প্রীতি, ভয়-ভীতি, শিল্প-সংস্কৃতি কিংবা সম্প্রীতি। এই বদলে যাওয়া নিয়ে গীতিকার লিটন অধিকারী রিন্টুর গান, ‘পুরাতন শেষ হয়ে নতুন জন্ম নেবে, এইতো জগতের রীতি, নবীন এলে পরে প্রবীণ চলে যাবে, রেখে যাবে কিছু তার স্মৃতি।’। গানটি প্রথম প্রচারিত হয় ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে।

গান: পুরাতন শেষ হয়ে নতুন জন্ম নেবে...।
কথা: লিটন অধিকারী রিন্টু।
সুর: প্রণব ঘোষ।
শিল্পী: সামিনা চৌধুরী।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

Facebook: https://www.facebook.com/HanifSanketFAV

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.


#সামিনাচৌধুরী #ইত্যাদি #পুরাতনশেষহয়ে #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadiseptember1995episode #ইত্যাদিসেপ্টেম্বর১৯৯৫পর্ব