বিয়ে কারো পৌষ মাস | হানিফ সংকেত | শাকিলা জাফর | জাহিদ হাসান | মৌ | ইত্যাদি মার্চ ১৯৯৫ পর্ব |

অনেকেই বলেন, ‘বিয়ে কারো জন্য পৌষ মাস আবার কারো জন্য সর্বনাশ’। গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে ইত্যাদি সবসময়ই ব্যতিক্রমী। ১৯৯৫ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে ‘বিয়ে’ নিয়ে একটি আনন্দের গান করা হয়। উৎসবমুখর পরিবেশে, বর-কনের বেশে - যে গানটিতে অংশগ্রহণ করেছিলেন সে সময়ে অবিবাহিত বর্তমানে বিবাহিত জুটি অভিনয় শিল্পী জাহিদ হাসান এবং মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। উল্লেখ্য এই গানটিই ছিলো জাহিদ হাসান ও মৌয়ের প্রথম দ্বৈত পারফরম্যান্স।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো গানটি লেখার পাশাপাশি সে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং হানিফ সংকেত।

গান: বিয়ে কারো পৌষ মাস...
কথা: হানিফ সংকেত।
সুর: হানিফ সংকেত।
সংগীতায়োজন: সোহেল আজিজ ও লিটন হেনরী রিচার্ড-ডি-কস্তা।
শিল্পী: হানিফ সংকেত। শাকিলা জাফর।
মডেল: জাহিদ হাসান। সাদিয়া ইসলাম মৌ।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

Facebook: https://www.facebook.com/HanifSanketFAV

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.


#বিয়েরগান #ইত্যাদি #জাহিদহাসানমৌ #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadimarch1995episode #ইত্যাদিমার্চ১৯৯৫পর্ব