আজ আর্জেন্টিনার খেলার সমায় বড় রেস্টুরেন্টের গোপন রেসিপিতে ঘণ মালাই মাসালা চা তৈরী করে বসলে কেমন হয়

ভালো কোনো রেস্টুরেন্টে কিছু খেতে গেলে মনে হয়, দুনিয়ার সব গোপন রেসিপি আছে এদের কাছে। এমন কি, সাধারণ চা ওদের ওখানে অসাধারণ মনে হয়। এমনি তো মনে হয় না, নিশ্চই কোনো কারণ আছে। ভালো রেস্টুরেন্টে কিভাবে দারুন মজার চা তৈরী হয় এখন সেই গোপন রেসিপি ফাঁস করে দিচ্ছি।

তৈরী করতে যা লাগছে তা ভিডিও দেখে নোট করে নিতে হবে।

〰〰〰〰〰〰〰〰〰〰〰