একটু ফাঁকিবাজি করে বিদেশী রেসিপি মিটলোফ কাটলেট খুব সহজে তৈরী করেছি

ভিন্ন ধরণের একটা বিদেশী রেসিপি করে দেখাচ্ছি, তবে একটু ফাঁকিবাজি করে। এটা তৈরীর পর অনেকক্ষণ এরকম ক্রিসপি থাকে, তাই বাচ্চার স্কুলের টিফিনে বা মেহমান আপ্যায়নের অনেক আগেই ভেজে রাখতে পারবেন।

তৈরী করতে লাগছে -
⚪ মাংসের কিমা ০.৫ কাপ
⚪ রান্নার তেল ২ টেবিল চামচ
⚪ সয় সস ১ টেবিল চামচ
⚪ কাঁচা মরিচ ৩/৪ টি
⚪ ধনে পাতা
⚪ চিনি ০.৫ চা চামচ
⚪ পিয়াঁজ কুচি ০.৫ কাপ
⚪ ডিম ৩ টি
⚪ লবণ চিমটি পরিমাণ
⚪ গোল মরিচের গুঁড়ি: কিমা রান্নায় ০.২৫ চা চামচ, ডিমের মধ্যে ০.২৫ চা চামচ
⚪ পাউরুটি

〰〰〰〰〰〰〰〰〰〰〰