ফেলনা থেকে জুতা তৈরি করে শিক্ষার্থীর লাখ ডলার আয়

জুতার উপরের অংশ রিসাইক্যাল প্লাস্টিক থেকে, ফিতা ফেলনা বোতল থেকে এবং তলা তৈরি হয় ফেলে দেয়া ইরেজার থেকে৷ কিন্তু দাম মোটেও কম নয়৷ প্রতি জোড়া বিক্রি হয় ৯৯ ডলারে৷ ভারতের এক শিক্ষার্থী তার পড়াশোনার অংশ হিসেবে এমন জুতা বানিয়ে স্টার্টআপ গড়ে তুলেছেন৷ তার প্রতিষ্ঠানের জুতার ক্রেতা এখন ইউরোপের বিভিন্ন ব্র্যান্ড৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali