রেস্টুরেন্টের দুটি দামী স্যান্ডউইচ সাধারণ উপকরণ দিয়ে একদম সহজে তৈরী করছি | এগ মেও ও টুনা স্যান্ডউইচ

একটা ভালো স্যান্ডউইচ খেতে গেলে ২০০ টাকা থেকে ১০০০ টাকা লেগে যায়। অথচ সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এগুলি ঘরেই তৈরী করা যায়। আবার তৈরী করে টিফিন বা লাঞ্চেও নিয়ে যাওয়া যায়। এই ভিডিওতে আমি রেস্টুরেন্টের দুটি দামী স্যান্ডউইচ সাধারণ উপকরণ দিয়ে একদম সহজে তৈরী করে দেখিচ্ছি।

➡ ঘরে ডিম সহ এবং ডিম ছাড়া মেয়োনিজ তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন