হলুদের স্টেজ বা বিয়ে বাড়ির বর-কনের টেবিলে পরিবেশনের জন্য ফ্রুট ফ্লাওয়ার বাস্কেট

বিয়ের মৌসুম আসছে। আর আমরা সবাই বিয়ে বাড়ির প্রস্তুতির জন্য ভিন্ন কিছু করতে চাই। এই যে ফল-মূল দিয়ে তৈরী করা সুন্দর বাস্কেট টা দেখতে পাচ্ছেন, এরকম একটা তৈরী করে হলুদের স্টেজ বা বর-কনের টেবিলে দিলে, পুরো টেবিলের চেহারাটাই বদলে যাবে। অনুষ্ঠানের আগে এটা তৈরী করে আবার ফ্রিজেও রেখে দিতে পারবেন।


〰〰〰〰〰〰〰〰〰〰〰