একবার মসলা তৈরী করে বহুদিন ধরে যেনো উপভোগ করতে পারেন এভাবে মাসলা চা তৈরী করে দেখাচ্ছি

চা-এর নাম শুনলেই আমরা মনে করি তৈরী করা তে খুবই সহজ! চা পাতা, দুধ আর চিনি, এ আর এমন কি! অথচ এই সাধারণ চা-কে যে কত অসাধারণ করে ফেলা যায় সেটা অনেকেই জানি না। আমি এখন চা-এর একটা বিদেশী রেসিপি করে দেখাচ্ছি। আমার বিশ্বাস এই চা ঘরের মানুষকে একবার তৈরী করে খাওয়ালে, আর কখনো সাধারণ চা খেতেই চাইবে না।

〰〰〰〰〰〰〰〰〰〰〰