দেখলে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন আমি কিভাবে ময়দা ইস্ট পাউরুটি ছাড়াই তাওয়ার মধ্যে পিৎজ্জা তৈরী করেছি

আটা বা ময়দা লাগছে না, লাগছে না ইস্ট, টক দই বা বেকিং পাউডার। করতে হবে না পারফেক্ট খামির তৈরী করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আবার ফলো করতে হবে না নানান ধরণের প্রসেস। মজার ব্যাপার হচ্ছে এই চমৎকার পিৎজ্জাটা আমি তৈরী করবো তাওয়ার মধ্যে, মানে আমার ওভেন থাকারও দরকার নাই। এর চাইতে সহজ কোনো উপায় থাকতে পারে না একটা দারুন পিৎজ্জা তৈরী করার। চলুন কথা না বাড়িয়ে কিচেনে চলে যাই।

➡ ঘরে টমেটো সস তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন